গাসিক মেয়র এ্যাড.জাহাঙ্গীর আলমের উদ্দ্যোগে চীন থেকে আনা করোনা ভাইরাস সনাক্তের টেস্ট কিট ও অন্যান্য সরঞ্জাম গাজীপুরে । 103 0
গাসিক মেয়র এ্যাড.জাহাঙ্গীর আলমের উদ্দ্যোগে চীন থেকে আনা করোনা ভাইরাস সনাক্তের টেস্টকিট ওঅন্যান্য সরঞ্জাম গাজীপুরে ।
আলমগীর কবীর
বিশ্বব্যাপী ঘাতক করোনা ভাইরাস মহামারী আকার ধারন করার আগেই গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. জাহাঙ্গীর আলম মহতী উদ্দ্যোগ গ্রহন করেছেন গাজীপুরবাসির জন্য । শুধু গাজীপুর নয় পুরো বাংলাদেশ বাসীর জন্য করোনা ভাইরাস মোকাবেলা এখন সময়ের দাবী ।
করোনাভাইরাস সনাক্ত ও সুরক্ষার প্রস্তুতি হিসেবে চীন থেকে ১০ হাজার লোকের করোনাভাইরাস পরীক্ষা সরঞ্জাম (টেস্ট কিট), ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক, ১০ হাজার ‘মেডিক্যাল প্রসেসিং ক্লোদিং’ এবং এক হাজার ‘ইনফ্রারেড থার্মোমিটার’ আজ দেশে দ্বিতীয় ধাপেে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আজ বৃহসপতিবার সন্ধ্যায় চীন থেকে একটি বিশেষ ফ্লাইটে এ সব মালামাল হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেছে।বুধবার মেয়র জাহাঙ্গীর আলম বলেছিলেন, ভয়ংকর এ করোনাভাইরাস থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখার জন্যই তিনি এ উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার চীন থেকে কিট, মাস্ক ও গাউন এসে পৌঁছার কথা রয়েছে। শুধু নগরবাসীকেই নয়, পুরো জেলায় এসব জিনিস বিতরণের পরিকল্পনা রয়েছে।
করোনাভাইরাস পরীক্ষায় বাংলাদেশে পর্যাপ্ত ‘টেস্ট কিট’ না থাকায় সম্প্রতি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে টেস্ট কিটসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা চায়। চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়। দেশটি করোনাভাইরাস মোকাবেলায় ইতালিসহ অন্যান্য দেশকেও সহায়তা করছে।
চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট ও মেডিক্যাল সরঞ্জাম এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কিট এসে পৌঁছাবে। বিমানবন্দরে চীন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে এসব সরঞ্জাম।চীন বাংলাদেশকে ১০ হাজার লোকের করোনাভাইরাস পরীক্ষা সরঞ্জাম (টেস্ট কিট), ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক, ১০ হাজার ‘মেডিক্যাল প্রসেসিং ক্লোদিং’ এবং এক হাজার ‘ইনফ্রারেড থার্মোমিটার’ দিচ্ছে। এর অংশ হিসেবে আজ সেদেশ থেকে দ্বিতীয় ধাপে আসছে এসব সরঞ্জাম।